Breaking News

শাহজালালে বিপুল পরিমাণ সোনাসহ বেবিচকের গাড়িচালক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গাড়িচালক সালেহকুজ্জামানকে ৫টি সোনার বার ও ৫০টি সোনার চেইনসহ আটক করা হয়েছে। আজ শুক্রবার তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ ব্যাপারে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ড্রাইভার সালেকুজ্জামান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ নম্বর গেট ব্যবহার করে টার্মিনালের ভেতরে প্রবেশ করেন। এরপর ১ নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে সোনার বার এবং সোনার চেইনগুলো সংগ্রহ করেন। অতঃপর এই স্বর্ণগুলো নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার আচরণ এবং গতিবিধি দেখে এপিবিএনের গোয়েন্দাদের সন্দেহ হয়। গ্রিন চ্যানেল পেরিয়ে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করেন গোয়েন্দারা। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সালেহকুজ্জামানকে এপিবিএন অফিসে নিয়ে আসা হয়।

About Abul Hossain Mojumder

Check Also

এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’

ফরহাদ হোসেন মজুমদার: এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’ …

চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার এর সিনেমা “দুই মা”

সামছুল হুদা: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার ও এসময়ের আলোচিত তরুন চলচ্চিত্র …

মেজর ডালিম এর ভাতিজি যখন আওয়ামীলীগ নেতার পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের নৃসংশ ভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *