Breaking News

চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার এর সিনেমা “দুই মা”

সামছুল হুদা: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার ও এসময়ের আলোচিত তরুন চলচ্চিত্র প্রযোজক আজীম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় এক সাথে অভিনয় করছেন শিরীন আলম, রেবেকা, সাইফ খান ও নিঝুম রুবিনা। গত রোববার রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের মূল ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘দুই মা’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করছেন মো: আজীম খান। ‘দুই মা’ সিনেমায় আরো যারা অভিনয় করছেন তারা হলেন- রেবেকা রউফ, মারুফ আকিব, ববি, জ্যাকি আলমগীর, আনিকা রোজ, সুস্ময় শাহ, রামিসা,মিজান,পাইটু,রাজু,আনোয়ার সিরাজী প্রমুখ।কাহিনী ও চিত্রনাট্য করেছেন আজীম খান, সিনেমাটির সংলাপ করেছেন কমল সরকার। আবুল হোসেন মজুমদার বলেন,লাইফ গোল্ড মিডিয়া ও ধারা মিডিয়া’র যৌথ প্রযোজনায় “দুই মা” সিনেমার গল্পটা এক কথায় দারুণ। গল্পের জন্যই দর্শক আশা করছি হলমুখী হবেন। দুই মায়ের ভুমিকায় রেবেকা ও শিরীন আলম দু’জনই খুব ভালো অভিনেত্রী। সাথে আছে সাইফ ও নিঝুম রুবিনা। সব মিলিয়ে একটি ভালো কাজ হচ্ছে।নিঝুম রুবিনা বলেন, ‘দুই মা সিনেমার গল্পটাই হলো এই ছবির প্রাণ। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে কাজটি করছি।’ সাইফ খান বলেন, ‘ভালো গল্পের সিনেমাতে কাজ করতে সবসময়ই ভীষণ ভালো লাগে।
“দুই মা”নামটি শুনেই বোঝা যাচ্ছে গল্পটা কত অসাধারণ হতে পারে। মন দিয়ে কাজটি করছি।আপনারা হলে আসবেন বাংলা সিনেমা দেখবেন।

About Abul Hossain Mojumder

Check Also

এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০ টাকা, সর্বনিম্ন ১১৫

আবুল হোসেন মজুমদার : রোববার বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির …

এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’

ফরহাদ হোসেন মজুমদার: এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’ …

এক সমুদ্র ভালোবাসা সিনেমার গানে কণ্ঠ দিলেন সায়েরা রেজা ও এস কে সাগর শান

জনপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা বহু জননন্দিত গান উপহার দিয়েছেন। চলচ্চিত্রের গানের জন্য বাবিসাস অ্যাওয়ার্ড,এজেএফবি স্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *