Breaking News

আজীম খানের ঈদের নাটক “দাদুর বাসর”

একুশে টিভির ঈদের বিশেষ নাটক”দাদুর বাসর” নামক একটি অসাধারণ নাটক নির্মাণ করেছেন সময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক,পরিচালক ও নাট্য নির্মাতা আজীম খান। “দাদুর বাসর”সম্পর্কে গুণী অভিনেতা আমিনুল হক চৌধুরী বলেন দাদুর বাসর নামক নাটকটিতে নিজের মনের মত করে কাজ   করেছি,আমার নাতি থাকে অভিনেতা রিপন গাজী এবং হিরোইন থাকে মৌসুমি মৌ জুটিটি বেশ চমৎকার এবং নাটকটি দীর্ঘদিন মনে রাখার মতো।
নির্মাতা আজীম খান বলেন অসাধারণ একটি গল্পে নির্মাণ করেছি এই নাটকটি আশাকরি দর্শকদের কাছে নাটকটি খুবই ভাল লাগবে,নাটকটি ঈদুল আজহার ৫ম দিনে রাত দশটায় একুশে টিভিতে প্রচার হবে এবং কলের ছবি ইউটিউবে ঈদের ৮ম দিন বিকাল ৩টায় সবাই দেখতে পাবেন,নাটকটি রচনা করেছেন আফজাল আহমেদ,নাটকটি প্রযোজনা করেছেন “লাইফ গোল্ড মিডিয়া” নাটকটিতে আরো অভিনয় করেছেন অনুভব,মোঃ মিজান,লিজা খানম সহ আরো অনেকে।

About Faruk Hossain Mojumder

Check Also

শাহজালালে বিপুল পরিমাণ সোনাসহ বেবিচকের গাড়িচালক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গাড়িচালক সালেহকুজ্জামানকে ৫টি সোনার বার ও …

এস.কে সাগর শানের সঙ্গীতে “দুই মা” সিনেমার গানে বাবলী সরকার

নিউজ ডেস্ক, ফারুক হোসেন মজুমদার: নির্মাতা আজীম খান এর ‘দুই মা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ …

এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০ টাকা, সর্বনিম্ন ১১৫

আবুল হোসেন মজুমদার : রোববার বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *