ফরহাদ হোসেন মজুমদার: এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমাটি দিলুরোডস্থ প্রিয়াঙ্কা স্যুটিং হাউজে গত ২৬ মার্চ থেকে স্যুটিং চলছে “দুই মা” সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক সাইফ খান, নিঝুম রুবিনা,মারুফ আকিব,শিরীন আলম,রেবেকা রউফ,ফাইয়াজ আহমেদ ববি, জ্যাকি আলমগীর, আনিকা রোজ, সুস্ময় শাহ,রামিসা,মিজান,প্রীতম সেন,পাইটু, রাজু,আনোয়ার সিরাজী প্রমুখ।এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের মূল ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘দুই মা’ সিনেমাটি যৌথ প্রযোজনায় আছেন লাইফ গোল্ড মিডিয়া ও ধারা মিডিয়া।
কাহিনী ও চিত্রনাট্য করেছেন আজীম খান, সংলাপ করেছেন কমল সরকার। “দুই মা” সিনেমার গল্পটা এক কথায় দারুণ। গল্পের জন্যই দর্শক আশা করছি হলমুখী হবে। দুই মায়ের নাম ভুমিকায় রেবেকা ও শিরীন আলম দু’জনই খুব ভালো অভিনেত্রী। সব মিলিয়ে একটি ভালো কাজ হচ্ছে।
Check Also
পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো
আবুল হোসেন মজুমদার: পুলিশের ইউনিফর্ম ও লোগোসহ সব পরিবর্তন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের …
১০০ জন ভক্তকে দেয়া হবে আইফোন ফিফটিন প্রো
বিনোদন ডেস্ক: আগামী ১১ই আগস্ট জ্যাকুলিন ফার্নান্দেজের ৩৯তম জন্মদিন। জন্মদিনের আগেই এলো তার প্রেমিক সুকেশ …
মিষ্টি জান্নাতের হুঁশিয়ারি
হাল সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। নানা বিষয়ে কথা বলে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছেন তিনি। …