Breaking News

‘২৩ নাবিক সুস্থ আছেন, জাহাজসহ তাদের ফেরত আনাই প্রথম লক্ষ্য’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারিটাইম অ্যাফেয়ার্স ইউনিট সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ বাংলাদেশি নাবিক সুস্থ আছেন। তাদেরকেসহ জাহাজ ফেরত আনাই আমাদের প্রথম লক্ষ্য এবং সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হবো না।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা বলেন। এ সময় পূর্বে অপহৃত দেশি জাহাজ ‘জাহান মনি’ এবং মালয়েশিয়ার জাহাজ ‘আল-বেদো’তে কর্মরত সব বাংলাদেশি নাবিকদের অক্ষত উদ্ধারের কথাও সংক্ষেপে জানান সচিব।

জলদস্যুরা মুক্তিপণ চেয়েছে কি না জানতে চাইলে খুরশেদ আলম বলেন, ‘গণমাধ্যমে মুক্তিপণের কথা প্রকাশিত হয়ে থাকলে তা কল্পিত। আমাদের কাছে এখনো কোনো মুক্তিপণ তারা চায়নি, মুক্তিপণের ব্যাপারে কোনো যোগাযোগও করেনি।’

জাহাজ চলাচলের নানা ঝুঁকির রুট থাকে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমাদের এই জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ রুট দিয়ে যায়নি। তারপরও জলদস্যুরা অপেক্ষায়ই ছিল বা এ নিয়ে ভিন্নমত আছে।জলদস্যুরা জাহাজটির দখল নিয়ে সোমালিয়ার উদ্দেশে রওনা হয়ে আজকে (বৃহস্পতিবার) ভোর নাগাদ সোমালিয়ার কাছাকাছি তারা নোঙর করেছে। জলদস্যুরা আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে আমরা খবর রাখছি, জলদস্যুদের প্রায় ৬০ জন জাহাজে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশি ২৩ নাবিক সুস্থ আছেন।’

 

সচিব বলেন, ‘‘এ বিষয়ে আমাদের আগের অভিজ্ঞতা আছে।

About Faruk Hossain Mojumder

Check Also

সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

ফরহাদ হোসেন মজুমদার: রাজধানীতে মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ …

জেল থেকেই পিসিবিকে কাঠগড়ায় তুললেন ইমরান খান

চলতি বছরে দুইবার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা আর …

১৫ পুলিশ হত্যায় মামলা: আ.লীগ নেতাসহ আসামি ৬ হাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদিনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *