Breaking News

এটিএন বাংলার চায়ের চুমুকে সংগঠক ও বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার

স্টাফ রিপোর্টার : এটিএন বাংলা টিভি চ্যানেলের সকালের অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। এই অনুষ্ঠানে এবারে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন এ সময়ের জনপ্রিয় সংগঠক,বিনোদন সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার।
তাঁর বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠন এজেএফবি, বাবিসাস,চলচ্চিত্র প্রযোজনা ও প্রকাশনা লেখালেখি নিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে- অনেক কথা উঠে এসেছে। তাঁর শৈশব, বেড়ে ওঠা, লেখালেখি, খ্যাতির বিড়ম্বনা, সামনের ব্যস্ততা সহ নানান খোলামেলা কথা বলেছেন সংগঠক ও বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার।

উল্লেখ্য, আনন্দ বিনোদন, বিনোদনধারা, বিনোদন ভূবন, বিনোদন জগত এর সম্পাদক প্রকাশক তিনি। ২৪ বছর যাবত বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস ও এজেএফবি স্টার অ্যাওয়ার্ড টিভি, সিনেমা, সংগীত, ফ্যাশন ও সাংবাদিকতায় প্রদান করে প্রশংসিত হয়েছেন। তার লেখা বেশ কয়েকটি গল্পেও সিনেমা নির্মান হয়েছে। আবুল হোসেন মজুমদার এর জন্ম, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি, দেশ বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন। মোস্তাক হোসেন ও শম্পা মাহমুদ এর প্রযোজনায় ও ভাবনা আহমেদ এর উপস্থাপনায় ‘চায়ের চুমুক ‘ অনুষ্ঠানটি আগামী ২০ মে সোমবার সকাল ৭:৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

About Faruk Hossain Mojumder

Check Also

বিচ্ছেদ নিয়ে তানিয়ার পর এবার মুখ খুললেন টুটুল

গত বছরের জুলাইয়ের শেষ দিকে দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন জনপ্রিয় সংগীতশিল্পী এস …

শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমনি!

অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান বলে …

আজীম খানের ঈদের নাটক “দাদুর বাসর”

একুশে টিভির ঈদের বিশেষ নাটক”দাদুর বাসর” নামক একটি অসাধারণ নাটক নির্মাণ করেছেন সময়ের আলোচিত চলচ্চিত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *