Breaking News

‘মায়ার জঞ্জাল’ নিয়ে তাদের নীরবতায় আশ্চর্য হয়েছি: জয়া আহসান

বাংলাদেশ ও ভারতে শুক্রবার মুক্তি পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প থেকে নির্মিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি নিয়ে অনুরাগীদের চলমান নীরবতায় তিনি হতবাক দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ ঝাড়লেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘‘মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি। যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? বাংলাদেশের অপি করিম, ওয়াহিদা মল্লিক জলি আর সোহেল মণ্ডল ছবিটির তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’’

জয়ার মন্তব্য, ‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।’

জয়ার আহ্বান, ‘ভালো বাংলা ছবির চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’

‘মায়ার জঞ্জাল’ ছবির পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত চলচ্চিত্র ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ এবং ‘ভালোবাসার শহর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান।

58

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ‘মায়ার জঞ্জাল’ ছবির চিত্রনাট্য লিখেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী নিজেই। ২০১৩ সালে ‘ফড়িং’ ছিল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।

‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে ১৯ বছর পর ২৪ ফেব্রুয়ারি রুপালি পর্দায় প্রত্যাবর্তন করলেন অপি করিম। অন্যদিকে প্রধান চরিত্রে সোহেল মণ্ডলকে এর আগে দেখা যায়নি। ছবিটিতে আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা ও কমলিকা ব্যানার্জি।

গোয়েন্দা রিপোর্ট/ফরিদুল আলম ফরিদ

About Faridul Alam Farid

Check Also

হজযাত্রা : বৃহস্পতিবারের পর আর নিবন্ধন নয়

এবার বাংলাদেশ থেকে হজ পালনে বুধবার সকাল পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে ৯২ হাজার ১৪৮ জন …

ভিসা বাণিজ্য: সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাসহ ৭ বাংলাদেশি গ্রেপ্তার

ঘুষের বিনিময়ে অবৈধ পন্থায় বাংলাদেশের কর্মীদের কাজের ভিসা দেওয়ার জন্য পাঁচ দশমিক চার কোটি সৌদি …

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ১৩ জন ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *