Breaking News

আন্ডারওয়ার্ল্ড কাহিনী নিয়ে ধারাবাহিক নাটক ‘মুসা’

আন্ডারওয়ার্ল্ড কাহিনীর গল্প নিয়ে ধারাবাহিক নাটক মুসা। বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে সপ্তাহে তিনদিন মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার রাত ৯:২০ মিনিটে।

গুণী নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, শামীমা নাজনীন, জেবা জান্নাত, আবু হুরাইরা তানভীর, ইমতু রাতিশ, সুব্রত, সাব্বির, কাজী রাজু, মিলন ভট্ট, নাইরুজ সিফাত, রুশো শেখ, তানহা নোফা, ববিতা ইসলাম আফিয়া, সাজ্জাদ হোসেন দোদুলসহ আরো অনেকে।

পরিচালক দোদুল বলেন, ঢাকার ড্রাগ ডিলিং। খুন। এলাকার নিয়ন্ত্রণ। পক্ষ-বিপক্ষ বিবাদ। সিন্ডিকেট নিয়ন্ত্রণ। পারিবারিক শত্রুতা। ভাই-ভাইকে হত্যা, স্বামী-স্ত্রীর সংঘাত, পাওয়ার, রক্তের সম্পর্কের সংকট। স্বার্থের সম্পর্ক। মাফিয়া নিয়ন্ত্রণ, রাজনীতি। মানুষ মানুষকে ভালোবাসার সংকট, রক্তের হলি, হানাহানি, ক্ষমতার দম্ভ নিয়েই গল্প এগোতে থাকে। মুসা সব অনিয়ম রুখতে গিয়ে নিজেই পরিণত হয় গ্যাংস্টারে। তার হাতে রক্তের অভিষেক হয়। শুরু হয় রাজধানী দখলের খেলা। সবাই এখানে খেলোয়াড়। হারতে জানেনা কেউ, সবাই জানে জিততে। ঢাকার মানচিত্র টুকরো টুকরো হয়। দিন রাত চব্বিশ ঘন্টা সদা সতর্ক ঢাকা। কখন কি হয় বলা মুশকিল।

About Faridul Alam Farid

Check Also

এক সমুদ্র ভালোবাসা সিনেমার গানে কণ্ঠ দিলেন সায়েরা রেজা ও এস কে সাগর শান

জনপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা বহু জননন্দিত গান উপহার দিয়েছেন। চলচ্চিত্রের গানের জন্য বাবিসাস অ্যাওয়ার্ড,এজেএফবি স্টার …

সফল ইভেন্ট অর্গানাজার সামসুল হুদার জন্মদিনে শুভেচ্ছা

সফল ইভেন্ট অর্গানাজার সামসুল হুদার জন্মদিনে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এজেএফবির পক্ষ থেকে …

জুবায়ের চৌধুরীর কথায় ‘রাঙা পরী’

প্রয়াত সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীকে গান উৎসর্গ করলেন সহপাঠীবন্ধু সাংবাদিক জুবায়ের রহমান চৌধুরী। ‘রাঙা পরী’ শিরোনামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *