Breaking News

প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নিঝুম রুবিনা-অন্তর

বিনোদন প্রতিবেদক
ঢালিউডে আসছে নতুন জুটি। এই সময়ের অভিনেত্রী -অভিনেতা রুবিনা নিঝুম ও অন্তর প্রথমবার জুটি বাঁধলেন নতুন সিনেমায় নাম ‘বন্ধু তুই আমার’।সিনেমাটি পরিচালনা করেছেন আনোয়ার শিকদার। ইতিমধ্যেই শুরু হয়েছে এ সিনেমার শুটিং। বর্তমানে রাজধানীর তিনশ ফিটসহ বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্য ধারণের কাজ।

চলচ্চিত্রটি নিয়ে নায়ক নিঝুম রুবিনা বলেন, ‘এ সিনেমা আমার চরিত্রটা চ্যালেঞ্জিং একটি চরিত্র। এ ধরনের গল্পে কখনো কাজ করিনি। এক কথায় বলতে পারি, এ পর্যন্ত আমার জীবনের সেরা কাজ হতে যাচ্ছে এটি। আমার বিশ্বাস, বাংলাদেশের দর্শক নিরাশ হবেন না।

এ ব্যাপারে নায়ক অন্তর বলেন,সিনেমায় গল্প, আমার চরিত্র সবকিছু শুনে মনে হলো ভালো লেগেছে । সিনেমার নামটির মধ্যে একটা ভালোলাগার ব্যাপার আছে। সবমিলিয়ে এতোটুকু বলতে পারি দর্শক সিনেমাটি গ্রহণ করবেন ভালো ভাবেই।
সেনাস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আছেন এইচ আর বাদল। এতে আরো অভিনয় করছেন প্রবীণ অভিনেতা বড়দা মিঠু,নায়িকা শাহনুর,নাদের চৌধুরী, রেবেকা,সফিক খান দিলু,সুমাইয়া, মিস্টি সুভাস,সুরাইয়া, প্রাণ রায়,সরল হাসমত, জ্যাকি আলমগীর প্রমুখ।

About Abul Hossain Mojumder

Check Also

২৮ অক্টোবর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা গয়েশ্বর–রিজভীর

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। …

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন

দীর্ঘদিন ধরে তামিল সিনেমায় অভিনয় করে চলেছেন। পুরস্কার, প্রশংসা দুই-ই পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিনায়কন। কিছুদিন …

বিচ্ছেদ নিয়ে তানিয়ার পর এবার মুখ খুললেন টুটুল

গত বছরের জুলাইয়ের শেষ দিকে দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন জনপ্রিয় সংগীতশিল্পী এস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *