Breaking News

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

ডেস্ক রিপোর্ট:

নরসিংদীর রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বগুড়া জেলার শিবচর থানার পালিকান্দা গ্রামের আবদুল হালিমের ছেলে আবু হাশেম (২১) ও ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)। তারা দুজনই ট্রাকের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে টাইলসবাহী ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিল। দুইটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়ায় পৌঁছালে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুইটি ট্রাকের সামনের অংশই দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক চালক মফিজুল ও হাশেম মারা যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

 

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে চালকদের ঘুমের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About Faridul Alam Farid

Check Also

হজযাত্রা : বৃহস্পতিবারের পর আর নিবন্ধন নয়

এবার বাংলাদেশ থেকে হজ পালনে বুধবার সকাল পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে ৯২ হাজার ১৪৮ জন …

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ১৩ জন ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা …

বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গত ১৪ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ কোন ক্ষেত্রেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *