Breaking News

কিশোরগঞ্জে ২০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার ও কম্বল

কিশোরগঞ্জে ২০ জন দরিদ্র প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও কম্বল দিয়েছে আস্থা ৯৩ ফাউন্ডেশন নামক একটি সংগঠন। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান।

আস্থা ৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ড. মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ড. এস. এম. ফরিদ, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, আস্থা ৯৩ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি. আর. হায়দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা ৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. হেদায়েত হোসেন। ইসলাহুল মুসলিমীন পরিষদ, বাংলাদেশের অর্থায়নে এ হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়।

About Saimur Rahman

Check Also

এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি

সাইমুর রহমান: আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালু করার প্রস্তুতি সম্পন্ন হবে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত …

কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশের

সাইমুর রহমান: এগারো দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার …

পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো

আবুল হোসেন মজুমদার: পুলিশের ইউনিফর্ম ও লোগোসহ সব পরিবর্তন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *