Breaking News

এবার নিজের দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে অনেকেই পা রেখেছেন চলচ্চিত্র জগতে। এবার পালা নিজের দেহরক্ষী শেরার ছেলে।

সালমান আগেই প্রতিজ্ঞা করেছিলেন তার দেহরক্ষী শেরার ছেলে টাইগারকে বলিউডে আনবেন তিনি। এবার সেটাই করছেন।

এখন পরিচালক ও টাইগারের বিপরীতে নায়িকার খোঁজে রয়েছেন সালমান।

 

জানা গেছে, ইতোমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগও করে ফেলেছেন সালমান। টাইগারকে বলিউডের জন্য প্রস্তুত করাতেও জোর চেষ্টা চালাচ্ছেন।

পিংকভিলার প্রতিবেদন অনুসারে, একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারও নাম এখনও অফিসিয়াল হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা।

২০১৯ সালে টাইগারকে বলিউডে অভিষেক করা নিয়ে সালমানকে বলতে শোনা গিয়েছিল, “শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনও ভালো কিছু খুঁজে পাওয়া বাকি।”

এদিকে, সালমানের ২০১৬ সালের সিনেমা ‘সুলতান’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছে টাইগার।

সালমান এখন ব্যস্ত তার পরের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। ২০২৩ সালের শেষে আসবে ‘টাইগার ৩’। সূত্র: হিন্দুস্তান টাইমস

About Faridul Alam Farid

Check Also

এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’

ফরহাদ হোসেন মজুমদার: এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’ …

চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার এর সিনেমা “দুই মা”

সামছুল হুদা: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার ও এসময়ের আলোচিত তরুন চলচ্চিত্র …

এক সমুদ্র ভালোবাসা সিনেমার গানে কণ্ঠ দিলেন সায়েরা রেজা ও এস কে সাগর শান

জনপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা বহু জননন্দিত গান উপহার দিয়েছেন। চলচ্চিত্রের গানের জন্য বাবিসাস অ্যাওয়ার্ড,এজেএফবি স্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *