Breaking News

ড. মাহফুজুর রহমান এর পরিকল্পনায় মজুমদার ফিল্মস এর ‘ভালোবাসি তোমায়’ ১ম লটের স্যুটিং শেষ হয়েছে

ড. মাহফুজুর রহমান এর মুল পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘ভালোবাসি তোমায়’ শিরোনামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন কায়েস আরজু ও শিরিন শিলা এবং অন্তর ও ইরা শিকদার জুটি। সিনেমাটির কাহিনি লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এ সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আনোয়ার শিকদার ও নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ফরহাল হোসেন মজুমদার।

প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, এমাসের ২১ তারিখ থেকে একটানা ৮ দিন স্যুটিং হয় ৩০০ ফিট এর ডাক্তার বাড়ী স্যুটিং হাউজে। চিত্রধারনের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে, শীঘ্রই বাকী অংশের কাজ শেষ করে সম্পাদনার টেবিলে যাবে বলে প্রযোজনা সূত্রে জানায়।

নির্মিতব্য এই চলচ্চিত্র নিয়ে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘সিনেমাটির গল্প অসাধারণ। তিরাশিয়ানদের একটি নিটোল প্রেমের গল্প। আমার চরিত্রটি মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে।’

আরজু-শিরিন এবং অন্তর-ইরা শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রের অভিনয় করছেন— নাদের চৌধুরী, বড়দা মিঠু, শফিক খান দিলু, রেবেকা, জ্যাকি আলমগীর, ফাইয়াজ আহমেদ ববি, সাহেলা, অঞ্জলী রায়, সরল হাসমত, সাইফুল ইসলাম, সাথীমনি, সাথী ইসলাম, বরিশাইল্যা বাদল প্রমুখ।

সহযোগী পরিচালক এস আর বাদল, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অঘোর পাল, ফরিদুল আলম ফরিদ ও মনির। চিত্রগ্রহণে আছেন মো. মনিরুজ্জামান মনির, রূপসজ্জায় কাজী সেলিম, অঙ্গসজ্জায় শমসের, ব্যবস্থাপনায় বাবু, এ্যাকশনে যুগান্তর চাকমা চাইনিজ, নৃত্য পরিচালনায় সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রনি ও একে আজাদ।

সিনেমাটিতে পাঁচটি গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতা। সাহাবুদ্দিন মজুমদার, মিলন খান, সুদীপ কুমার দ্বীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদারের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার। এসব গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ, বিন্দু কনা, বেলাল খান, মিতা মল্লিক, তানজিনা রুমা ও মাসুদ টুটুল। ইতোমধ্যে দুইটি গানের স্যুটিং সম্পন্ন হয়েছে। কোরিওগ্রাফি করেছেন সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম রনি।

About Faridul Alam Farid

Check Also

এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০ টাকা, সর্বনিম্ন ১১৫

আবুল হোসেন মজুমদার : রোববার বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির …

এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’

ফরহাদ হোসেন মজুমদার: এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’ …

চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার এর সিনেমা “দুই মা”

সামছুল হুদা: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার ও এসময়ের আলোচিত তরুন চলচ্চিত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *