Breaking News
এই হাতে কী আছে, সেটিই কি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার কাছে জানতে চাইলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া | ছবি: এএফপি

সাঙ্গা–জয়ার রেকর্ড ভেঙে শ্রীলঙ্কাকে জেতালেন শানাকা

ভারত যে জয়ে চোখ রেখে শেষ ওভারটা শুরু করতে পারবে তা অবশ্য প্রথম ১২ পর্যন্ত মনে হয়নি। ১৩তম ওভার শুরুর আগে ভারতের রান ছিল ৫ উইকেটে ৮৫। শেষ ৮ ওভারে ১২২ রান করতে হতো জিততে।

উইকেটে থাকা সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল কী দারুণভাবেই না কঠিন এই সমীকরণে মেলানোর চেষ্টা করলেন। ১৩ থেকে ১৯—এই ৭ ওভার ১০১ রান তুলল ভারত। ১৬তম ওভারের পঞ্চম বলে সুর্যকুমার ফিরলেন ৩৬ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ করে। ২৫ বলে ৫৯ রান—সমীকরণটা তখন অনেকটাই ‘সহজ’। সূর্য ফেরার আগেই ২০ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি করে ফেলেছেন অক্ষর।

সূর্যকুমার ফেরার পর অবশ্য অক্ষরের ব্যাটের তেজ একটু কমে যায়। ৩১ বলে ৬৫ করার পথে ৬টি ছক্কা মারা অক্ষর শেষ ১১ বলে মাত্র ১৫ রান নিতে পারেন । তবে মাভির ১২ বলে ২৬ রান ভারতকে আশা দেখিয়ে যাচ্ছিল। কিন্তু শানাকাই শেষ পর্যন্ত জিতলেন।

২০ বলে ফিফটি করেছেন ভারতের অক্ষর প্যাটেলও
২০ বলে ফিফটি করেছেন ভারতের অক্ষর প্যাটেলও | ছবি: এএফপি

ব্যাট হাতে ২২ বলে ৫৬ করার পথে ৬টি ছক্কা মেরেছেন শানাকা। শিবম মাভির করা ইনিংসের শেষে ওভারের চতুর্থ বলে যার পঞ্চমটি মেরেই সাঙ্গা-জয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার ইনিংসে এ ছাড়া ব্যাটকে চাবুক বানিয়েছেন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কাও। ব্যাটিং উদ্বোধন করা কুশল ৩১ বলে ৪ ছক্কায় ৫২ ও আসালাঙ্কা ৪ ছক্কায় ১৯ বলে করেছেন ৩৭ রান।

আগামী শনিবার রাজকোটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।

About Faridul Alam Farid

Check Also

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সঙ্গে গোলাগুলির ঘটনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন …

শাহজালালে বিপুল পরিমাণ সোনাসহ বেবিচকের গাড়িচালক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গাড়িচালক সালেহকুজ্জামানকে ৫টি সোনার বার ও …

এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৬৪০ টাকা, সর্বনিম্ন ১১৫

আবুল হোসেন মজুমদার : রোববার বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *