Breaking News
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া

সাভারে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া

সাভারে চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার ভাকুর্তায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন তিনি।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলায় ১ম পর্যায়ে ৪১টি, ২য় পর্যায়ে ৫১টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১২০টি ও ২য় ধাপে ২৫টিসহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ভাকুর্তার ৩৭টিসহ সাভারের বিভিন্ন ইউনিয়নে ৭১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

ভাকুর্তা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এখানকার উপকারভোগীদের সাথে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ জেলা ও উপজেলার কর্মকর্তারা।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক, সাভার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলার সহকারী কমিশনার ভূমিবৃন্দসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।

 

বিনোদনধারা/ফরিদুল আলম ফরিদ

About Faridul Alam Farid

Check Also

ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরাতে পারল না কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ব্যাংক এশিয়া থেকে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) …

২৮ অক্টোবর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা গয়েশ্বর–রিজভীর

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। …

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন

দীর্ঘদিন ধরে তামিল সিনেমায় অভিনয় করে চলেছেন। পুরস্কার, প্রশংসা দুই-ই পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিনায়কন। কিছুদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *