Breaking News
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট

দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্রস্রাব করার ভিডিও ধারণ, গ্রেফতার ৬ সাংবাদিক

রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্যান্ট ভিজে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দেশটির ছয় সংবাদিককে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ডিসেম্বর মাসে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিভর দিয়ে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট সালভা কির প্রস্রাব চেপে রাখতে পারেননি।

প্রেসিডেন্টের প্যান্টে প্রস্রাব করে দেওয়ার ভিডিও ফাঁসের দায়ে ৬ সাংবাদিককে গ্রেফতার করা হয়। তারা সবাই সাউথ সুদানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কর্মী।

চলতি সপ্তাহে তাদের গ্রেফতার করা হয় জানিয়ে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের মুক্তি দাবি করেছে।

দ্য সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এসএসবিসি) দাবি, তারা ওই ভিডিও সম্প্রচার করেনি। দেশটির তথ্যমন্ত্রী মাইকেল মাকুইভ ভয়েস অব আমেরিকাকে বলেছেন, কেন ওই সাংবাদিকদের আটক করা হয়েছে সেটা জানতে লোকজনের অপেক্ষা করা উচিত।

সূত্র: বিবিসি

About Faridul Alam Farid

Check Also

এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’

ফরহাদ হোসেন মজুমদার: এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’ …

চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার এর সিনেমা “দুই মা”

সামছুল হুদা: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার ও এসময়ের আলোচিত তরুন চলচ্চিত্র …

নিষিদ্ধ হতে না চাইলে টিকটক বিক্রি করে দিতে হবে, যুক্তরাষ্ট্রের চাপ

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর ক্রমশ চাপবৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, টিকটককে অবশ্যই বিক্রি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *