Breaking News

ভারতের দিল্লির চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন মোঃ আরিফুল ইসলাম

ভারতের দিল্লিতে ২৬ মার্চ ২০২৩ এ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ নিউ দিল্লি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন  বাংলাদেশের চলচ্চিত্রকার মোঃ আরিফুল ইসলাম। এই চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে কাজ করার মাধ্যমে আরিফুল ইসলামের দেশের বাইরে ৯ম বারের মত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি ভারতের ভারতের ১৫তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩ এবং Milkyway Film Awards-2023 এর  এর বিচারক হিসাবে কাজ করছেন। এছাড়া গত বছর ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ১৪তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২২, ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত ফিল্মেসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২, ভারতের মহারাষ্ট্রের রোশনাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২, ভারতের 5th Aryan International Children’s Film Festival-2022 এবং ভারতের 16 International Film Festivals-২০২২ এর একজন বিচারক হিসাবে কাজ করেছেন তিনি। তিনি ২০১৯ সালে আমেরিকার  Highway 61 Film Festival-2019 এর বিচারক হিসাবে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করা শুরু করেন। এটা আরিফুল ইসলামের সর্বমোট ৮ম চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করা।

এই বিষয়ে মোঃ আরিফুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ৬ষ্ঠ নিউ দিল্লি চলচ্চিত্র উৎসব-২০২৩ এর বিচারক হিসাবে মো: আরিফুল ইসলামকে এই চলচ্চিত্র উৎসবে জমাকৃত চলচ্চিত্রগুলো দেখে উৎসব কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত নির্ধারিত ফরম পূরণ করে পাঠাতে হবে। ইতিমধ্যে চলচ্চিত্রগুলো দেখার লিংক ও  ফরম আরিফুল ইসলামকে প্রদান করেছে উৎসব কর্তৃপক্ষ। এই বিচারের কাজ কয়েকটি ধাপে করতে করতে। ১ম ধাপের চলচ্চিত্রগুলো দেখে বিচারের কাজ শেষ করে উক্ত চলচ্চিত্র উৎসবের কৃর্তপক্ষের কাছে পাঠাতে হবে আগামী ০৫ মার্চ ২০২৩ এর মধ্যে। ৬ষ্ঠ নিউ দিল্লি চলচ্চিত্র উৎসব-২০২৩ দিল্লিতে ২৬ মার্চ ২০২৩ এ অনুষ্ঠিত হবে।

বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করার বিষয়ে মোঃ আরিফুল ইসলাম বলেন, “এটা খুবই সন্মানের বিষয় দেশের বাইরের কোন আর্ন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের বিচারক হওয়া।আর আমি কাজটা খুবই উপভোগ করি। আমি ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে আমেরিকার  Highway 61 Film Festival-2019 বিচারক ছিলাম। উক্ত চলচ্চিত্র উৎসেবে আমার বিচারের মাধ্যমে  Student Short এ ত্রেুায়োশিয়ার Zoe ( Director: Marta Krunić ) এবং Drama Short এ হাঙ্গেরীর The Big Shot (Director: Miklós Borsos) সেরা চলচ্চিত্রের পুরুস্কার পেয়েছিল।” তারপর তো ভারতের একে একে ৭টা চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে কাজ করেছি। ৬ষ্ঠ নিউ দিল্লি চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে কাজ করা ধরলে ৮ম বার ভারতের চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করা হবে।”

উল্লেখ্য, মোঃ আরিফুল ইসলাম নির্মিত স্বল্পদৈর্ঘ্যর ও প্রামাণ্য চলচ্চিত্র এই পযন্ত দেশে-বিদেশের মোট ৪৮টা চলচ্চিত্র উৎসবে প্রর্দশিত হয়েছে। আমেরিকা ও রোমানিয়ার চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কারও পেয়েছে তার নির্মিত চলচ্চিত্র।

গোয়েন্দা রিপোর্ট/ফরিদুল আলম ফরিদ

About Faridul Alam Farid

Check Also

ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরাতে পারল না কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ব্যাংক এশিয়া থেকে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) …

২৮ অক্টোবর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা গয়েশ্বর–রিজভীর

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। …

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন

দীর্ঘদিন ধরে তামিল সিনেমায় অভিনয় করে চলেছেন। পুরস্কার, প্রশংসা দুই-ই পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিনায়কন। কিছুদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *