Breaking News

এবার ‘ইয়াসমিন’ হয়ে আসছেন মিম

দেশের চলচ্চিত্র পেরিয়ে ওপার বাংলাতেও জনপ্রিয়তা রয়েছে বিদ্যা সিনহা মিমের। তবে তিনি কেবল যে নায়িকার তকমা নিয়ে শান্ত থাকবেন না তার প্রমাণ মিলেছে গেল বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায়। আর এবার সত্য ঘটনার আলোকে ধর্ষিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। ১৯৯৫ সালের ২৩শে আগস্ট রাতে ঢাকা থেকে রাতে দিনাজপুরের উদ্দেশ্যে আসে ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুরের দশমাইল মোড়ে রেখে গেলে পুলিশ তাকে বাড়ি পৌঁছাতে চাইলেও পথে তাকে ধর্ষণ এবং পরে হত্যা করে। আর এর উত্তাল প্রতিবাদে পুলিশের গুলিতে প্রাণ হারান ৭ আন্দোলনকারী। আহত হন দুই শতাধিক। দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে  পড়ে। সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম। ছবির নাম রাখা হয়েছে ‘আমি ইয়াসমিন বলছি’।

এরইমধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখন সব ধরনের চিত্রনাট্যে কাজ করছি না। ‘আমি ইয়াসমিন বলছি’ ছবির চিত্রনাট্য ৬ মাস আগে পড়েছি। যখন পড়েছি তখন কেঁদে ফেলেছিলাম আমি। বাস্তবে ইয়াসমিনের বয়স ছিল ১৩ বছর। তাই এই চরিত্রটি ফুটিয়ে তুলতে ওজন কমাতে হবে মিমের। সেজন্য নিজেকে প্রস্তুতের পর এপ্রিল থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি। এদিকে মিম এখন কলকাতায় জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করছেন। সেখান থেকেই ‘আমি ইয়াসমিন বলছি’ ছবির প্রস্তুতি নেবেন তিনি।

About Faridul Alam Farid

Check Also

ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরাতে পারল না কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ব্যাংক এশিয়া থেকে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) …

২৮ অক্টোবর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা গয়েশ্বর–রিজভীর

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। …

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন

দীর্ঘদিন ধরে তামিল সিনেমায় অভিনয় করে চলেছেন। পুরস্কার, প্রশংসা দুই-ই পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিনায়কন। কিছুদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *