Breaking News
উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মনিরুজ্জামান

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মনিরুজ্জামান

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মনিরুজ্জামান।

অধ্যাপক ড. মনিরুজ্জামান ২০০৮ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ১৫টির বেশি প্রকাশনা প্রকাশিত হয়েছে।

ড. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) এবং এম.কম পাশ করেন। তিনি ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সেখানে তিনি হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

About Faridul Alam Farid

Check Also

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ১৩ জন ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা …

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো দেশীয় চলচ্চিত্র উৎসব

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো দেশীয় চলচ্চিত্র উৎসব। আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল …

পূর্ণিমার সিডনিতে অবস্থানের খবরে তাঁকে ‘হারিকেন জ্বালিয়ে’ খুঁজছিলেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। বহু বছর হলো তাঁদের দেখা হয় না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *