Breaking News

আন্ডারওয়ার্ল্ড কাহিনী নিয়ে ধারাবাহিক নাটক ‘মুসা’

আন্ডারওয়ার্ল্ড কাহিনীর গল্প নিয়ে ধারাবাহিক নাটক মুসা। বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে সপ্তাহে তিনদিন মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার রাত ৯:২০ মিনিটে।

গুণী নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, শামীমা নাজনীন, জেবা জান্নাত, আবু হুরাইরা তানভীর, ইমতু রাতিশ, সুব্রত, সাব্বির, কাজী রাজু, মিলন ভট্ট, নাইরুজ সিফাত, রুশো শেখ, তানহা নোফা, ববিতা ইসলাম আফিয়া, সাজ্জাদ হোসেন দোদুলসহ আরো অনেকে।

পরিচালক দোদুল বলেন, ঢাকার ড্রাগ ডিলিং। খুন। এলাকার নিয়ন্ত্রণ। পক্ষ-বিপক্ষ বিবাদ। সিন্ডিকেট নিয়ন্ত্রণ। পারিবারিক শত্রুতা। ভাই-ভাইকে হত্যা, স্বামী-স্ত্রীর সংঘাত, পাওয়ার, রক্তের সম্পর্কের সংকট। স্বার্থের সম্পর্ক। মাফিয়া নিয়ন্ত্রণ, রাজনীতি। মানুষ মানুষকে ভালোবাসার সংকট, রক্তের হলি, হানাহানি, ক্ষমতার দম্ভ নিয়েই গল্প এগোতে থাকে। মুসা সব অনিয়ম রুখতে গিয়ে নিজেই পরিণত হয় গ্যাংস্টারে। তার হাতে রক্তের অভিষেক হয়। শুরু হয় রাজধানী দখলের খেলা। সবাই এখানে খেলোয়াড়। হারতে জানেনা কেউ, সবাই জানে জিততে। ঢাকার মানচিত্র টুকরো টুকরো হয়। দিন রাত চব্বিশ ঘন্টা সদা সতর্ক ঢাকা। কখন কি হয় বলা মুশকিল।

About Saimur Rahman

Check Also

কক্সবাজারে ১৮ ও ১৯ এপ্রিল ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২৫ কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে” …

অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না : প্রভা

বিনোদন প্রতিবেদক দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন …

পরীমনির পর এবার জনতার বাধার মুখে অপু বিশ্বাস

ফরহাদ হোসেন মজুমদার:  সম্প্রতি টাঙ্গাইলে আলোচিত নায়িকা পরীমনি জনতার বাধার মুখে শোরুম উদ্ধোধনের অনুষ্ঠান বাতিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *