ভালোবাসার মানুষ খুঁজে পেলেও অন্ধকার অতীত তাকে বারবার পেছনে টেনে নিয়ে যায়
Faruk Hossain Mojumder
7 hours ago
বিনোদন
স্টাফ রিপোর্টার : চোখের জল গড়িয়ে পড়ছে তার। কারণ যৌনকর্মীর জীবন থেকে বেরিয়ে এলেও এখনো বন্দি তিনি। ভালোবাসার মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। অবিশ্বাসের দোলাচলে দানা বেঁধেছে সন্দেহের পাহাড়। রাতের রানীদের জীবনে সুখ স্থায়ী হয় না। ভালোবাসার মানুষ খুঁজে পেলেও অন্ধকার অতীত তাকে বারবার পেছনে টেনে নিয়ে যায়। এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা রহমান। নাটকের নাম ‘বন্দি’। এ নাটকে প্রথমবারের মতো তিনি জুটি বেঁধেছেন অভিনেতা আবু হুয়ায়রা তানভীরের সঙ্গে। নাটকটি আজ বেলা ৩টায় মিনারা ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। নাটকটি নিয়ে অহনা বলেন, আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই, যেটা মনে রাখবে মানুষ দীর্ঘ সময়। ঠিক তেমনি একটি গল্প ‘বন্দি’র। আবু হুয়ায়রা তানভীর বলেন, ‘বন্দি’ নাটকে সামাজিক বার্তা রয়েছে। অহনার সঙ্গে প্রথমবার এই নাটকে কাজ করলাম। আমি অভিনয়ে যুক্ত হওয়ার আগে থেকেই অহনার কাজ দেখি। এবার একসঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। অহনা-তানভীর ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, ওয়াহিদুজ্জামান রানা প্রমুখ। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ।