Breaking News

যে কারণে ওবায়দুল কাদের জাহারা মিতুর অভিভাবক

সাইমুর রহমান:
অমর একুশে বইমেলা-২০২৩শে প্রকাশিত হয় চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই। যেটির মোড়ক উন্মোচন করেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বিষয়ে মিতু বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।’

এই ঝড় আপনারা থামতে দেবেন নাএই ঝড় আপনারা থামতে দেবেন না
আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতুর সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। অনেকেই সেই নিউজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে নায়িকাকে মেনশন করছেন।

বিষয়টি নিয়ে কথা বলেছেন মিতু। যেখানে তিনি বলেন, ‘আগুন সিনেমায় অভিষেকের দিন প্রথম ভাইয়ার (ওবায়দুল কাদের) সঙ্গে আমার দেখা হয়। সেখানে কেউ একজন তাকে বলেছি- ভাই, মিতু শুধু নায়িকা না, লেখালেখিও করে। আমি উনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি। কাদের ভাই বলেছিলেন, লেখালেখি বন্ধ কর না, শিগগিরই বই বের কর। আমাকে জানিয়ো। এর পর যখন আমার বই বের হয়, তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে।’

এখন গুম করে ফেলবে এই চিন্তা নেই: চমকএখন গুম করে ফেলবে এই চিন্তা নেই: চমক
জাহারা মিতু বলেন, ‘আমি এখনো বলছি, বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্বই পালন করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। এটা অস্বীকার করার কোনো দুঃসাহস আমার নেই।’

এ সময় যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এটা মানুষের স্বভাব, তাই ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজনবোধ করি না। পরিস্থিতি বোঝার মতো বোধ আছে তাই চুপচাপ থাকছি। অতীতেও এসবে চুপ ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

About Saimur Rahman

Check Also

কক্সবাজারে ১৮ ও ১৯ এপ্রিল ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২৫ কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে” …

অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না : প্রভা

বিনোদন প্রতিবেদক দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন …

পরীমনির পর এবার জনতার বাধার মুখে অপু বিশ্বাস

ফরহাদ হোসেন মজুমদার:  সম্প্রতি টাঙ্গাইলে আলোচিত নায়িকা পরীমনি জনতার বাধার মুখে শোরুম উদ্ধোধনের অনুষ্ঠান বাতিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *