Breaking News

ব্যবহারকারীর কার্যক্রম নজরদারির সুযোগ হারাচ্ছে ফেসবুক

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক:

ব্যবহারকারীর আগ্রহের বিষয়বস্তু নজরদারির মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে ফেসবুক। ধরুন, কেউ ফেসবুকে জুতা সার্চ করলেন, এরপর তাঁর নিউজ ফিডে জুতার বিজ্ঞাপন প্রদর্শন বেড়ে যায়। এটি হয় মূলত ফেসবুক ব্যবহারকারীর সার্চসহ বিভিন্ন কার্যক্রম নজরদারির কারণে। তবে এ ধরনের অবৈধ নজরদারি বন্ধ করতে চায় ইউরোপীর ডাটা প্রটেকশন বোর্ড। সেটি হলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার ও নজরদারির সুযোগ হারাবে ফেসবুক।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ফেসবুকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য-উপাত্ত বিশ্নেষণ সুযোগ হারাচ্ছে ফেসবুক। ইইউ নতুন নীতিমালা কার্যকর করলে ফেসবুক এভাবে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে না। তবে এ বিষয়ে ইইউ কিংবা ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর নতুন নীতিমালা বাস্তবায়িত হলে সামাজিক যোগাযোগমাধ্যমটির আয়ে বড় ধাক্কা লাগতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

About Faruk Hossain Mojumder

Check Also

ভিভো ওয়া২২এস এলো বাংলাদেশে

অনলাইন ডেস্ক: ডিজাইন ও লুকে অনন্য ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই২২এস এনেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *