গোয়েন্দা রিপোর্ট : দিনাজপুরে প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্রমণাত্মক, মিথ্যা মন্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে সিআইডি’র সাইবার পুলিশের প্রযুক্তির সহায়তার যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রোববার বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশিদ। গ্রেপ্তার যুবকের নাম আরাফাত আলী আপেল (৩৯)। সে দিনাজপুর জেলার বিরল উপজেলার সাহাপাড়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, প্রধানমন্ত্রীসহ বর্তমান মন্ত্রীসভা ও বর্তমান সরকারকে নিয়ে বিদ্রুপ মন্তব্য ও অশালীন গালিগালাজ এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে লিখিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন ওই যুবক। দেশের আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করেন তিনি।সাইবার পুলিশ সিআইডি’র সহায়তার দিনাজপুর ইন্সপেক্টর বজলুর রশিদের নেতৃত্বে এসআই জাহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ আরাফাত আলী আপেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।