জুন মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের, মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, “মে মাসে এইচএসসি পরীক্ষা এবং জুলাইতে রোজা হওয়ায় জুনের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছি আমরা।”
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের চৌঠা আগস্টে দেশের চার সিটি করপোরেশন রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে নির্বাচন হয়। সেই হিসাবে চলতি বছর আগস্টে শেষ হচ্ছে সিটি করপোরেশনগুলোর মেয়াদ। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগেই আবার এই সিটি কর্পোরেশন গুলোতে নির্বাচন করতে হবে। সব দিক বিবেচনায় কমিশন আগামী জুনকে নির্বাচনের জন্য বেছে নেয়ার পক্ষে।
নির্বাচনের সময়সূচী ঘোষণার জন্য নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকার সিডি থাকার প্রয়োজন পড়ে। মে মাসের শুরুতেই এই সিডি তৈরি হয়ে যাবে। এরপরই এই চার সিটি করপোরেশনের নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে বলেও জানান মো. শাহনেওয়াজ।
নির্বাচন কমিশনার জানান চার সিটি করপোরেশনেই ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে। তবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কবে হবে সে বিষয়ে পরিস্কার কিছু বলতে পারেননি তিনি।
তিনি জানান, নতুন গঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের কাজও তাড়াতাড়ি শেষ হবে।