গোয়েন্দা রিপোর্ট : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মাজেদের ফাঁসী নিয়ে না বুজে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছিলেন খিলক্ষেত থানা যুব মহিলালীগের সভাপতি ইরিন রিয়া। তিনি বলেন আমি মনে করেছিলাম একজন মুসলিম হিসেবে, কেউ মারা গেলে তাকে নিয়ে আমরা সবাই জান্নাত কামনা করি , তাই আমি লিখতে গিয়ে ভুল করে, জাতির পিতার খুনি মাজেদের ফাঁসির রায়ে তার জান্নাত কামনা করে ফেলেছি। কিন্তু ওই নরপিশাচ খুনি মাজেদের জান্নাত তো দূরের কথা, ওই খুনি তো নরকেও জায়গা পাওয়ার যোগ্য না। কারণ স্বর্গ নরক দুটোই তো মানুষের জন্য, কিন্তু ওতো মানুষই না। তাই আমি আমার ভুল বুঝতে পেরে আমি সাথে সাথে আমার পোস্ট টা কেটে দিয়েছিলাম, আমার কিছু মুজিব আদর্শের ভাই বোনেরা আমাকে ভুল বুঝেছেন, প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না, আমার অনিচ্ছাকৃত ভাবে করা ভুলের জন্য আমি আন্তরিক ভাবে মনের গভীর থেকে দুঃখিত এবং অনুতপ্ত! সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদেরই একজন সহযোদ্ধা বোন, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Apr 132020