Breaking News

জাপানে ৭ ডলার চুরির শাস্তি ৮৪ হাজার ডলার

অনলাইন ডেস্ক:

মাত্র ৭ ডলার চুরির দায়ে জাপানের এক বাসচালককে দিতে হয়েছে ৮৪ হাজার ডলারের বড় শাস্তি। চুরির ঘটনায় তার পুরো অবসর ভাতা বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বাসচালকের অবসরকালীন ভাতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। খবর এএফপির।

ওই বাসচালক একটি বেসরকারি পরিবহন সংস্থায় ২৯ বছর ধরে কর্মরত ছিলেন।

২০২২ সালে কিয়োটো শহরে বাসের ভাড়ার টাকা থেকে মাত্র এক হাজার ইয়েন (প্রায় সাত ডলার) চুরি করার দৃশ্য বাসের সিসিটিভিতে ধরা পড়ে। এরপর তাকে বরখাস্ত করে কিয়োটো শহরের প্রশাসন।

একইসঙ্গে, তাকে অবসরকালীন এক কোটি ২০ লাখ ইয়েনেরও বেশি (৮৪ হাজার ডলার) পরিমাণ অর্থ প্রদান না করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এরপর বাসচালক এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।

তবে শেষ পর্যন্ত আদালতে হেরে যান তিনি। এর ফলে তিনি তার অবসরকালীন ভাতার টাকা আর পাবেন না।

About Faruk Hossain Mojumder

Check Also

দুবাইয়ে স্বর্ণের দামে আগুন, রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে

ফরহাদ হোসেন মজুমদার:  টানা দ্বিতীয় দিনের মতো দুবাইয়ে স্বর্ণের দামে আগুন। মাত্র একদিনে দুবাই গোল্ড …

পুকুরপাড়ে মিলল মা-ছেলে ও খালার বস্তাবন্দি লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তিনজনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মিঝিমিঝি পশ্চিমপাড়ার …

ভাঙচুর-লুটপাটে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে : আইজিপি

স্টাফ রিপোর্টার : সিলেটসহ ও দেশের বিভিন্ন শহরে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *