Breaking News

ব্রাজিল সমর্থকেরাও এখন আর্জেন্টিনার সমর্থক বনে যাচ্ছেন

অনলাইন ডেস্ক: কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ আটে ক্রোয়েশিয়ার কাছে হেরে শেষ হয়েছে তাদের ‘হেক্সা মিশন’। দলের এই হতাশাজনক পারফরমেন্সে মুষড়ে পড়েছেন ব্রাজিল সমর্থকেরা। অনেকে আবার দলবদল করে ‘চিরশত্রু’ আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন! তেমনি একজন সমর্থক  হোসে আর্নাল্ডো ডস সান্তোস জুনিয়র কাতারে গিয়েছিলেন দলকে সমর্থন দিতে।

কিন্তু ব্রাজিল বিদায় নেওয়ার পর তিনি এখন লিওনেল মেসির হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চান।

আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার রবিবারের ফাইনালের আগে ৩৮ বছর বয়সী ওই দন্তবিশেষজ্ঞ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘একজন ফুটবল অনুরাগী হিসেবে আমি মনে করি আর্জেন্টিনাই শিরোপার দাবীদার। ‘ মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি ফাইনালে ৩-০ গোলে জয় নিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছানোয় তিনি উচ্ছাস প্রকাশ করেছিলেন। এ সময় ‘নির্লজ্জের মতো’ আর্জেন্টিনার হাল্কা নীল জার্সি গায়ে জড়িয়ে ব্রাজিলের সর্ববৃহৎ নগরীর রাজপথেও ঘুরে বেড়িয়েছিলেন তিনি।

রাজনৈতিক কারণে সুপারস্টার নেইমারের ওপরই ব্রাজিলের অধিকাংশ জনগন বিরক্ত। তাছাড়া শেষ আটে তাদের বাজে পারফর্মেন্স দেখে বিরক্তি বেড়েছে। ফ্রান্সের বিপক্ষে আলবিসেলেস্তেদের সমর্থন দেওয়ার সময় ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনার মধ্যকার শ্রেষ্ঠত্বের বিতর্ককে পাশ কাটিয়ে যাবেন বলেও জানিয়েছেন সান্তোস। তিনি বলেন, ‘আর্জেন্টাইনরা এখন তাদের জাতীয় দলকে নিয়ে আশাবাদী, যারা (শিরোপা থেকে) সামান্য দূরে আছে। যেকোনো ফুটবলপ্রেমী এমন একটি দলকে সমর্থন করবে। ‘সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা পরের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলছে। টুর্নামেন্টের শুরুতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তার দল যদি শিরোপা জিততে না পারে তাহলে তিনি চাইবেন ল্যাটিন কোনো দলই চ্যাম্পিয়ন হোক। সেই দলটি ব্রাজিল হলেও তার আপত্তি নেই। এদিকে ব্রাজিলের তথ্য বিশ্লেষণ ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৩৩ শতাংশ ব্রাজিলিয়ানের দ্বিতীয় পছন্দ আর্জেন্টিনা। তবে ৬০ শতাংশেরও বেশী মানুষ চান না প্রতিবেশেী দলটি শিরোপা জিতুক।

About Faruk Hossain Mojumder

Check Also

বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে, একাদশে তিন স্পিনার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের …

ফিফা বর্ষসেরায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জয়জয়কার

বিশ্ব সেরার মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে …

একসাথে ৪ টি বড় রেকর্ড গড়লেন, ইতিহাস তৈরি করছেন শুভমান গিল!

এখনও ভারতীয় দলের (Team India) হয়ে ৩০ টি সীমিত ওভারের ম্যাচ খেলেননি তিনি। তাও রীতিমতো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *