- স্টাফ রিপোর্টার: আসছে ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০ কিলোমিটার দৈর্ঘের মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। তবে প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও , ১১ কিলোমিটার পর্যন্ত ট্রেন চলাচল করবে। দ্বিতীয় ধাপে তা কমলাপুর পর্যন্ত যাবে। আগারগাঁও পর্যন্ত ট্রেন চালাতে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
Check Also
এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি
সাইমুর রহমান: আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালু করার প্রস্তুতি সম্পন্ন হবে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত …
কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশের
সাইমুর রহমান: এগারো দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার …
পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো
আবুল হোসেন মজুমদার: পুলিশের ইউনিফর্ম ও লোগোসহ সব পরিবর্তন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের …