সৌদি আরবে একটি চলচ্চিত্র কর্মশালা ( ফিল্ম ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি ফিল্ম কমিশন মঙ্গলবার এই ওয়ার্কশপের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন সৌদি আরবের প্রখাত সিনেমা সমালোচক আহমেদ আয়াদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমা সমালোচক, পরিচালক এবং রিয়াদের ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ।
ওয়ার্কশপের প্রথম অধিবেশনে আরব চলচ্চিত্র শিল্প-২০২২ এর অর্থনৈতিক অবস্থা নিরীক্ষণ করা হয়। এছাড়া স্থগিত হওয়া স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র নিয়েও আলোচনা করা হয়।
ওয়ার্কশপের দ্বিতীয় অধিবেশনে আরব চলচ্চিত্র নির্মাণ-২০২২ এর সিনেম্যাটিক প্রোডাকশন এবং চলচ্চিত্র শিল্প যেসব চ্যালেঞ্জের মুখোমুখি সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এতে সৌদি আরবের চলচ্চিত্র শিল্পের চ্যালেঞ্জের ইতিবাচক দিক যেমন দর্শকদের বৈচিত্র স্বাদ, আঞ্চলিক প্রতিযোগিতা এবং সংখ্যা ও গুণগত বিষয় নিয়েও আলোচনা করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সৌদি চলচ্চিত্রের কার্যকরী বিপণন ( ইফেক্টিভ মার্কেটিং), আধেয় রপ্তানি এবং সিনেম্যাটিক ধারণা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। সূত্র: আরব নিউজ