Breaking News

বর্ষসেরা মডেল বেলা হাদিদ

দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডসের আসরে বর্ষসেরা মডেল নির্বাচিত হয়েছেন বেলা হাদিদ। স্থানীয় সময় সোমবার রাতে এই ঘোষণা দেওয়া হয়। লন্ডনের রয়্যাল আলবার্ট হলে বেলাকে বর্ষসেরা মডেল হিসেবে ঘোষণা দেওয়া হয়। কাজে ব্যস্ত থাকায় ২৬ বছরের বেলা রয়্যাল আলবারর্ট হলে হাজির হতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন স্টাইলিস্ট কার্লোস নাজারিও।

পুরস্কারটি শিশুদের বিশেষ করে ফিলিস্তিনি ও ডাচ শিশুদের উৎসর্গ করেছেন বেলা। আগেই ধারণকৃত ভিডিওতে বেলা বলেছেন, ‘ফিলিস্তিনের শরণার্থী বাবা ও হল্যান্ডের অভিবাসী মায়ের মেয়ে আমি। আমাদের রক্তে নীতির প্রতি অবিচল থেকে কাজ করার মানসিকতা আছে। এটা সেরা হওয়ার জন্য মরিয়া হওয়া নয়, অন্যদের চেয়েও সেরা হওয়ার বিষয় নয়। এটা আমাদের সফল হওয়ার অনুপ্রেরণা দেয় কারণ আমাদের পূর্বপুরষরা কখনই সেই সুযোগ পাননি। এই পুরস্কার ফিলিস্তিনি শিশুদের জন্য, ডাচ শিশুদের জন্য। অভিবাসী, শরণার্থী যে কোনো শিশুদের জন্য’।

About Saimur Rahman

Check Also

কক্সবাজারে ১৮ ও ১৯ এপ্রিল ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২৫ কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে” …

অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না : প্রভা

বিনোদন প্রতিবেদক দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন …

পরীমনির পর এবার জনতার বাধার মুখে অপু বিশ্বাস

ফরহাদ হোসেন মজুমদার:  সম্প্রতি টাঙ্গাইলে আলোচিত নায়িকা পরীমনি জনতার বাধার মুখে শোরুম উদ্ধোধনের অনুষ্ঠান বাতিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *