Breaking News
মিসরের শার্ম আল-শেখে চলছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ–২৭

জলবায়ু সম্মেলনে অগ্রগতি সামান্য, একমত হতে পারেননি নেতারা

জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ–২৭–এর সময় ফুরিয়ে আসছে। আগামী শুক্রবার মিসরের শার্ম আল-শেখে পর্দা নামছে এ সম্মেলনের। তবে এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে সামান্যই। দেশগুলো এবারের সম্মেলনে একটি কার্যকর জলবায়ু চুক্তি কিংবা ঘোষণার বিষয়ে একমত হতে পারেনি। তাই দেশগুলোর কাছে দ্রুত কার্যকর ও সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। খবর এএফপি ও রয়টার্সের। ২০২০ সালের পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তন রোধে একটি ফ্রেমওয়ার্ক ঘোষণা করার চেষ্টা চলছে। আজ বুধবার পর্যন্ত এর ২২টি শর্তের মাত্র দুটির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশগুলো। এ পরিস্থিতিতে জলবায়ু বিশেষজ্ঞরা আজ একটি বিবৃতি দিয়ে দ্রুত কার্যকর ও সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, আগামী মাসে কানাডার মন্ট্রিলে বসছে জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক। ওই বৈঠকে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো জরুরি।

বিবৃতিতে সই করেছেন ফ্রান্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস, জাতিসংঘের সাবেক জলবায়ু প্রধান ক্রিস্টিয়ানা ফিগুয়েরেস, ফরাসি জলবায়ু দূত লরেন্স তুবিয়ানা। তাঁরা সবাই ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

প্যারিস চুক্তির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৫ সালে বিশ্ব একবার এক হয়েছিল। এখন আবারও এক হওয়ার সময় এসেছে। ২০৩০ সালের আগেই বাসযোগ্য বিশ্ব গড়তে দ্রুত সম্মিলিত উদ্যোগ নিন।’ বিশ্বনেতাদের প্রতি বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা বারবার সুযোগ নষ্ট করতে পারি না, এখন সাহসী নেতৃত্ব প্রয়োজন।’

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে বুধবার দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে তাদের আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা প্রদানের উদ্যোগ চালু রাখার কথা বলেছে। তবে জলবায়ু বিশ্লেষকদের দাবি, এটা পর্যাপ্ত নয়। বিশ্ববাসী এসব দেশের কাছে আরও সুনির্দিষ্ট কিছু প্রত্যাশা করে।

About Faridul Alam Farid

Check Also

ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরাতে পারল না কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ব্যাংক এশিয়া থেকে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) …

২৮ অক্টোবর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা গয়েশ্বর–রিজভীর

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। …

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন

দীর্ঘদিন ধরে তামিল সিনেমায় অভিনয় করে চলেছেন। পুরস্কার, প্রশংসা দুই-ই পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিনায়কন। কিছুদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *