Breaking News

নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:চলতি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আসরে এটা তাদের টানা তৃতীয় জয়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় এটি।

এদিন আগে ব্যাটিং করে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ৩৯৯ রান করে অজিরা। জবাবে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় ডাচরা। অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৯৯

গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড ৪০ বলে সেঞ্চুরির তাণ্ডবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯৯ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এটা এখন ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড

ধাক্কা সামলে ওয়ার্নার-স্মিথের প্রতিরোধ

দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯ রানে ভ্যান বেইকের শিকার হন ওপেনার মিচেল মার্শ। দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে উঠেছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। ১২ ওভার শেষে ৪৩ রানের জুটি গড়েছেন দুজন। ১ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার।

সুবিধা করতে পারলেন না মার্শ

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল মার্শ।নেদারল্যান্ডসের বিপক্ষে সুবিধা করতে পারলেন না অজি ওপেনার। ফিরলেন মাত্র ৯ রানে। চতুর্থ ওভারের পঞ্চম বলে ভ্যান বেইকের শিকার হওয়ার আগে ১৫ বলে ২ চার হাঁকান তিনি।

 

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লেইডা, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ভ্যান বেইক, রোয়েল্ফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত এবং পল ভ্যান মেইকারেন।

About Faruk Hossain Mojumder

Check Also

বাংলা সিনেমার সোনালি দিনের চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

ফারুক হোসেন মজুমদার : বাংলা সিনেমার সোনালি দিনের নায়ক ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থা ভালো নয়। গতকাল …

দুবাইয়ে স্বর্ণের দামে আগুন, রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে

ফরহাদ হোসেন মজুমদার:  টানা দ্বিতীয় দিনের মতো দুবাইয়ে স্বর্ণের দামে আগুন। মাত্র একদিনে দুবাই গোল্ড …

বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা

ফারুক হোসেন মজুমদার : রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ সবচেয়ে আস্থাহীনতায় ভুগছে পুলিশ বাহিনী। পুলিশের প্রতি আস্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *