Breaking News

স্ত্রী আলিয়াকে বিনা খাবারে বন্দি রাখার অভিযোগ নওয়াজের বিরুদ্ধে!

জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ সামনে আনলেন সাবেক স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী। আইনজীবী রিজওয়ান সিদ্দিকির দাবি করেছেন, টানা এক সপ্তাহ ধরে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাকে খেতে দেননি, বিছানায় শুতে দেননি। এমনকি গোসল করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেননি।

তিনি আরও বলেন, ‘আমার ক্লায়েন্ট, আলিয়া সিদ্দিকিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবটাই নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার পরিবারের লোকজন করেছেন। তারা আমার ক্লায়েন্টের নামে একটি ক্রিমিনাল কমপ্লেন পর্যন্ত করেছেন। পুলিশ দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, প্রতিদিন হুমকি দেওয়া হয়েছে। নেওয়া হয় থানায়ও।’

রিজওয়ান সিদ্দিকি জানান, কোনও পুলিশ এগিয়ে আসেননি আলিয়ার পাশে দাঁড়াতে। তার অধিকার রক্ষার জন্য কেউ তার পাশে ছিলেন না। আলিয়া তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৫০৯ ধারায় লিখিত অভিযোগ অভিযোগ করলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, সম্পত্তি বিষয়ক ব্যাপারে নওয়াজউদ্দিন সিদ্দিকির মা আলিয়ার নামে গত সপ্তাহে পুলিশে অভিযোগ করেছেন।

About Faridul Alam Farid

Check Also

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সঙ্গে গোলাগুলির ঘটনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন …

শাহজালালে বিপুল পরিমাণ সোনাসহ বেবিচকের গাড়িচালক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গাড়িচালক সালেহকুজ্জামানকে ৫টি সোনার বার ও …

এস.কে সাগর শানের সঙ্গীতে “দুই মা” সিনেমার গানে বাবলী সরকার

নিউজ ডেস্ক, ফারুক হোসেন মজুমদার: নির্মাতা আজীম খান এর ‘দুই মা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *