Breaking News

আওয়ামী সাংস্কৃতিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক চিত্রনায়ক রোহান

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চলচ্চিত্র নায়ক রোহান।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ আনুষ্ঠানিক ভাবে প্রত্যায়ন পত্র তুলে দেন তার হাতে। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি চিত্রনায়ক হাবিবুর রহমান অন্তর।

ওইদিন রাতে ব্যক্তিগত ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মোঃ আবু সাঈদ রোহান (চিত্রনায়ক রোহান)।

চিত্রনায়ক রোহান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার আন্তরিক ভালোবাসায় আমি জনগণের সেবা করার প্লাটফর্ম পেয়েছি। আমি আপনার একজন ক্ষুদ্র কর্মী।

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান—আপনাদের সার্বিক সহযোগিতায় আমি এই দায়িত্ব সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমার পরিবার এবং নওগাঁ বাসীর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

 

গোয়েন্দা রিপোর্ট/ফরিদুল আলম ফরিদ

About Faridul Alam Farid

Check Also

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত ১৩ জন ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা …

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো দেশীয় চলচ্চিত্র উৎসব

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো দেশীয় চলচ্চিত্র উৎসব। আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল …

পূর্ণিমার সিডনিতে অবস্থানের খবরে তাঁকে ‘হারিকেন জ্বালিয়ে’ খুঁজছিলেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। বহু বছর হলো তাঁদের দেখা হয় না। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *