Breaking News

চাঁদাবাজ বলায় নিপুণ বলেন নিতে আসিনি; বরং দিতে এসেছি

ফরহাদ হোসেন মজুমদার: বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা পরিবেশক ও হল মালিকরা চালাতে চাচ্ছেন। এ ব্যাপারে কয়েক দিন আগে এক মন্তব্যে নিপুণ বলেন, বাংলাদেশে বলিউডের সিনেমা চালাতে হলে শিল্পী সমিতিকে লভ্যাংশের ১০ শতাংশ দিতে হবে। অভিনেত্রীর এ মন্তব্যে চলচ্চিত্রের কয়েকটি সংগঠন সম্মতি দিয়েছেন বলেও জানান নিপুণ।

শনিবার দুপুরে শিল্পী সমিতির কার্যালয়ে এ সংক্রান্ত সভা হয়। মিটিংয়ে কমিটির সদস্য ছাড়াও চিত্রনায়ক আলমগীর, সুজাতাসহ কয়েকজন সিনিয়র শিল্পী অংশ নেন।

সভা শেষে নিপুণ বলেন, পরিবেশক ও হল মালিকরা হিন্দিসহ সব সিনেমা চালাতে চাচ্ছেন।  সিনিয়র অনেক শিল্পী উপস্থিত থাকলেও সোহেল রানা স্যার, সুচন্দা আপারা আসতে পারেননি।  তবে তাদের সঙ্গে কথা হয়েছে এ বিষয়ে, তারা মতামত দিয়েছেন। এখন আমরা শর্তগুলো নিয়ে ১৮ সংগঠনের সঙ্গে বসব এবং সবার মতামত মন্ত্রীকে জানানো হবে। বর্তমান সিনেমা ও সিনেমা হলের পরিস্থিতি বিবেচনা করে কিছু শর্তের মাধ্যমে হিন্দি সিনেমা আমদানির পক্ষে আমরা।

এদিকে নিপুণ হিন্দি সিনেমা আমদানির পক্ষে লাভের ১০ শতাংশ সংগঠনের জন্য চাইলে এ দাবিকে ‘চাঁদাবাজি’ হিসেবে উল্লেখ করেন অভিনেতা ও শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তার এ মন্তব্যের জবাবে নিপুণ বলেন, চাঁদাবাজি তখনই হবে যদি আমি সেই টাকা আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখি; কিন্তু এই টাকা তো শিল্পী সমিতির অ্যাকাউন্টে আসবে।

এই নায়িকা আরও বলেন, আমি সাধারণ সম্পাদক হওয়ার পর ইতোমধ্যে পিকনিক ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। এসব অনুষ্ঠান থেকে সবাই প্রমাণ পেয়েছেন, আমি এখানে কিছু নিতে আসিনি; বরং দিতে এসেছি।

About Faridul Alam Farid

Check Also

ব্যাংক এশিয়ার পদত্যাগী এমডিকে ফেরাতে পারল না কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ব্যাংক এশিয়া থেকে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) …

২৮ অক্টোবর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা গয়েশ্বর–রিজভীর

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। …

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন

দীর্ঘদিন ধরে তামিল সিনেমায় অভিনয় করে চলেছেন। পুরস্কার, প্রশংসা দুই-ই পেয়েছেন দক্ষিণী অভিনেতা বিনায়কন। কিছুদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *